আমাদের অর্জনসমূহ
উপজেলা সমাজসেবা কার্যালয়, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া সমাজসেবা অধিদফতরের উপজেলা পর্যায়ের একটি আঞ্চলিক কার্যালয়। সমাজসেবা অধিদফতর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্যতম জাতিগঠনমূলক দপ্তর হিসাবে দেশের দুঃস্থ, দরিদ্র, অবহেলিত, অনগ্রসর, সুযোগ-সুবিধাবঞ্চিত, সমস্যাগ্রস্ত পশ্চাৎপদ ও প্রতিবন্ধী জনগোষ্ঠীকে সেবা প্রদান করছে। লক্ষ্যভুক্ত এ সকল জনগোষ্ঠীকে মানব সম্পদে পরিণত করে সমাজসেবা অধিদফতর দারিদ্র্য বিমোচন এবং সামাজিক নিরাপত্তা প্রদানের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। উপজেলা পর্যায়ে সমাজসেবা অধিদফতরের প্রতিনিধিত্বকারী হিসেবে উপজেলা সমাজসেবা কার্যালয়, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া হতে গত অর্থবছরে তার আয়ত্তাধীন সম্পদ ও বিদ্যমান অবকাঠামো-জনবল ব্যবহার করে ৯৩৮৬ জন বয়স্ক ভাতাভোগী, ২৭৩৫ জন বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতাভোগী এবং ৫৭৯২ জন অসচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগী এবং ১৪৬ জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে শিক্ষা উপবৃত্তি সর্বমোট ১৮০৫৯জন ভাতাভোগীকে এমআইএস করে মোবাইল ব্যাংকি মাধ্যমে ভাতা প্রদান করা হয়েছে। ১৮৪ জন দলিত হরিজন অনগ্রসর জনগোষ্ঠীর ভাতাভোগী । হিজরা ভাতাভোগী, ৬ জন দলিত হরিজন ৫১জন শিক্ষার্থীকে শিক্ষা উপবৃত্তি ভাতাভোগীর ব্যাংক হিসেবে সরাসরি ভাতার অর্থ পরিশোধ করেছে। ৬০২০ জন প্রতিবন্ধী ব্যক্তির পরিচয়পত্র প্রদান সম্পন্ন করেছে। চলতি অর্থবছরে উপজেলাধীন সকল ভাতাগ্রহীতাকে ই-পেমেন্ট পদ্ধতিতে ভাতা প্রদান করা হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস